Naya Diganta

খাদ্য ও জ্বালানি বাজার নিয়ে পুতিন-মোদি আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়। শুক্রবার এই দুই নেতার মধ্যে ওই টেলিফোন আলাপ হয় বলে মোদির কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে, ‘কৃষিপণ্য, সার ও ওষুধ জাতীয় পণ্যের দ্বিপক্ষীয় বাণিজ্যকে কিভাবে আরো উৎসাহিত করা যায় সে বিষয়ে তারা মতবিনিময় করেন।
দুই নেতা বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক খাদ্য ও জ্বালানি বাজারের পরিস্থিতিও আছে।’