Naya Diganta

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র


সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকে ৫টি নৈর্বক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী?
ক) ঐ আর ঔ খ) ঈ আর উ
গ) ও আর উ ঘ) এ আর ঔ
২। পদাশ্রিত নির্দেশকের বিভন্নতা প্রযুক্ত হয় কী ভেদে?
ক) পদভেদে খ) বচনভেদে
গ) শব্দভেদে ঘ) সংখ্যাভেদে
৩। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-
ক) ৩১, ৯, ১০ খ) ৩২, ৭, ১১
গ) ৩০, ৮, ১২ ঘ) ৩২, ৮, ১০
৪। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) সর্বনাম ঘ) কৃদন্ত
৫। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক) মহাপ্রাণ ধ্বনি খ) অঘোষ ধ্বনি
গ) অল্পপ্রাণ ধ্বনি ঘ) ঘোষ ধ্বনি
উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ।