Naya Diganta
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

ভা র তী য় লো ক কা হি নী

(গত দিনের পর)

এবার আংটি নিয়ে ফিরে যাবার পালা। রাতের অন্ধকারে তিন বন্ধু ছুটছে তো ছুটছেই। ছুটে চলছে তারা সওদাগরপুত্রের সেই বিরান ভূমির দিকে। আংটি নাগপুত্রের মুখে কামড়ে ধরা। ছুটতে ছুটতে তারা অনেকটা পথ চলে আসে। সামনে প্রকাণ্ড এক নদী। কুকুর ছানাটি বলে, ভয় করো না বন্ধু। তোমরা একজন আমার মাথার উপরে, আরেক জন আমার পিঠে চড়ে বসো। সাঁতরিয়ে আমি পাড় হবো এ নদী।
কথা মতো শ্রী আংটিটি মুখে নিয়ে নাগপুত্র কুণ্ডলি পাকিয়ে বসে পড়ে কুকুর ছানার মাথার ওপর। বিড়াল ছানাটি বসে কুকুর ছানার পিঠে। সাঁতার দেয় কুকুর। নদীতে উথাল পাথাল ঢেউ। বিড়ালকে পিঠে আর নাগপুত্রকে মাথায় নিয়ে সাঁতরাচ্ছে কুকুর ছানাটি। সাঁতারে বেশ পটু সে। সাঁতরিয়ে নদীর শেষ কিনারে এসে পৌঁছামাত্রই ঘটে গেল অঘটন। কোত্থেকে এক গগন চিল এসে ছোঁ মেরে সেই শ্রী আংটিসমেত নাগপুত্রকে তুলে নিয়ে গেল। কুকুর ও বিড়াল তাকিয়ে দেখে নাগপুত্রকে নখরে শক্ত করে ধরে উড়ে যাচ্ছে গগন চিল। কোথায় যায়, কোথায় যায় সে? (চলবে)