Naya Diganta
জানা অজানা

থার্মোফ্লাস্কে পানীয় গরম থাকে

জানা অজানা
থার্মোফ্লাস্কে পানীয় গরম থাকে

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই থার্মোফ্লাস্ক চেনো। একে শুধু ফ্লাস্কও বলে। এতে পানীয় ইত্যাদি গরম থাকে। বলতে পারো কেন? ফ্লাস্কের ভেতরে থাকে বিশেষ একটি কাচের পাত্র। ফ্লাস্কের বাইরের আর ভেতরের অংশের মাঝে থাকে বায়ুশূন্য স্তর। এর ফলে কী হয়? ভেতরে কোনো গরম জিনিস রাখলে তার তাপ বিকিরণ হতে পারে না এবং এ জন্য পানীয় গরম থাকে। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান