Naya Diganta
ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ

ইসলামী আন্দোলনের গণমিছিল আজ

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ

ভারতের পানি আগ্রাসন বন্ধসহ ১৫ দফা দাবিতে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে মিছিল বের হবে। গণমিছিলে নেতৃত্ব দিবেন সংগঠনের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ, কথিত ‘গণকমিশন’র দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েম প্রভৃতি দাবিতে গণমিছিল বের করা হবে।