Naya Diganta

বিকেএসপি ব্লু পেলেন দিয়া সিদ্দিকী

প্রথমবারের মতো সেরা খেলোয়াড় নির্বাচন করে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সারা দেশের ২১টি ডিসিপ্লিনের এক হাজার ৫০০ ক্রীড়াবিদের মধ্যে সেরা হয়েছেন আর্চার দিয়া সিদ্দিকী। নীলফামারীর এই আর্চার পেয়েছেন বিকেএসপি ব্লু অ্যাওয়ার্ড।
এ ছাড়া তিনটি ক্যাটাগরিতে দেয়া সব পুরস্কারই নিজের করে নিয়েছেন দিয়া। নিজের প্রতিষ্ঠান থেকে এমন পুরস্কার পেয়ে আনন্দিত দিয়া। তিনি বলেছেন, ‘এই অ্যাওয়ার্ড আমাকে সামনের দিকে পথ চলতে আরো প্রেরণা জোগাবে। আমি আসলে অনেক খুশি, এত ক্রীড়াবিদের মধ্যে ব্লু আওয়ার্ড পেয়ে।’
২১ ডিসিপ্লিনে যারা সেরা হয়েছেন, তাদের সবার হাতে গত পরশু বৃহস্পতিবার পুরস্কার তুলে দেয়া হয়। দিয়া শুধু ব্লু আওয়ার্ড পেয়েছেন। ২০২১ সালে সাবলীল পারফরম্যান্সে তাকে সেরা খেলোয়াড় বিবেচিত করা হয়েছে। গত বছর লুজানে বিশ্বকাপ আরচারিতে দিয়া মিশ্র ইভেন্টে রুপা জিতেছিলেন। এ ছাড়া ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপেও রুপা জিতেছিলেন তিনি।
এখন থেকে বিকেএসপি কর্তৃপক্ষ নিয়মিত তিন ক্যাটাগরিতে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।