Naya Diganta
সমুদ্র বিরোধ

উত্তেজনা বাড়ছে চীন-জাপানের

সমুদ্র বিরোধ

চীনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাপান প্রতিরক্ষা বাজেট বাড়ানো এবং পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলোতে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির বিষয়ে ব্যাপক আলোচনা করছে। সম্প্রতি পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ সেনকাকু দ্বীপপুঞ্জের চীনা জাহাজের অনুপ্রবেশের ঘটনায় জাপান ফের সমালোচনা করেছে চীনের।
জাপান কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার ভোরে দু’টি চীনা জাহাজ তাদের ভূখণ্ডের নৌসীমায় প্রবেশ করে। তারা ওই অঞ্চলে জাপানের একটি মাছ ধরার নৌকার কাছে যাওয়ার চেষ্টা করে। এর আগে ১৮ জুন চীনা জাহাজ জাপানের জলসীমায় প্রবেশ করে। এ বছর এই নিয়ে ১১ বারের মতো চীনের জাহাজগুলো জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। ১৮ জুনের আগে ৯ মে বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে দু’টি চীনা জাহাজ জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে। জাপান সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করে। দেশটির সরকার মনে করে, দ্বীপগুলো জাপানের ভূখণ্ডের অংশ। চীন ও তাইওয়ানও একই দাবি করে। এশিয়ার অর্থনৈতিক শক্তিশালী উভয় দেশই সেনকাকু দ্বীপপুঞ্জের উপর নিজেদের দাবি বাড়িয়েছে। জাপান দ্বীপগুলোর ওপর তার সার্বভৌমত্বের দাবির ওপর জোর দিয়ে আসছে। জাপান ১৮৯৫ সাল থেকে দ্বীপগুলোর ওপর তার সার্বভৌমত্বের দাবি করে আসছে। আর চীন ১৭৮৩ ও ১৭৮৫ সালে দ্বীপগুলোকে নিজেদের অঞ্চল হিসেবে চিহ্নিত করে। এই বিরোধ বৃদ্ধি পায় ২০১২ সালে, যখন জাপান সরকার পাঁচটি দ্বীপের মধ্যে তিনটি ব্যক্তিগত মালিকের কাছ থেকে কিনে নেয়।