Naya Diganta

বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ ব্যবসায়ীকে জরিমানা

বেড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাবনা সেচ ও পল্লী উন্নয়ন (আইআরডি) প্রকল্পের বেড়া পাম্পিং স্টেশন সংলগ্ন হুড়াসগর নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার বালু ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা ১১ টার দিকে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী, উপজেলা সহকারি কমিশনার ভূমি রিজু তামান্না, বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় হুড়াসগর নদীতে অভিযান চালিয়ে ড্রেজাসহ চার বালু ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃতরা হলেন বেড়া পৌর এলাকার বৃশালিখা গ্রামের জামিল (২৫), ইব্রাহীম (৩৫), আলামিন (৩০) ও একরামুল (২৮)।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না অবৈধভাবে বালু উত্তোলন ও অন্যান্য ধারায় দুটি মামলা রুজু করেন। পরে চার জনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে মুক্তি ও বালু উত্তোলনের যন্ত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদেও বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।