Naya Diganta

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

খুলনায় ধারালো অস্ত্রের আঘাতে কলেজছাত্র নিহত

খুলনায় সৈয়দ তাহমিদুন্নবী নামের এক কলেজছাত্রকে দিনে ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে জখম করা হলে ওই দিন রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর দৌলতপর নতুন রাস্তা এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

নিহত তাহমিদুন্নবী রায়েরমহল কলেজের শিক্ষার্থী এবং দৌলতপুর থানার নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম তাহমিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার কাঠমিস্ত্রি পলাশ সৈয়দ তাহমিদুন্নবীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে আগে থেকে উপস্থিত চার-পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাহমিদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের দুলাভাই রবিউল গাজী উজ্জ্বল বলেন, কী কারণে তাহমিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই।