Naya Diganta

বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস

নভেম্বরে বন্ধ হচ্ছে ‘গুগল হ্যাংআউটস’। যারা ব্যক্তিগতভাবে অ্যাপটির ফ্রি সংস্করণ ব্যবহার করতেন, তাদের হ্যাংআউটস থেকে গুগল চ্যাট এ সরিয়ে নেবে গুগল। আর গুগল ওয়ার্কস্পেস সেবাগ্রাহকদের জন্য হ্যাংআউটস বন্ধ হয়েছে গত ফেব্র“য়ারি মাসেই।
যারা এখনো মোবাইলে হ্যাংআউটস অ্যাপটি ব্যবহার করছেন, তাদের শিগগিরই গুগল চ্যাট ব্যবহারের পরামর্শ দিয়ে নোটিফিকেশন পাঠানোর পরিকল্পনা করছে গুগল। ডেস্কটপ থেকে হ্যাংআউটস ব্যবহার করা যাবে নভেম্বরের আগ পর্যন্ত। ব্যবহারকারীকে হ্যাংআউটস থেকে চ্যাটে নেয়ার অন্তত একমাস আগে জানান দেবে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর জন্য বিভ্রান্তিকর হলেও গুগল চ্যাট এবং জিচ্যাট (গুগল টক) একই অ্যাপ বা সেবা নয়। জুন মাসের শুরুতে জিচ্যাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে গুগল। প্রকৃতপক্ষে, জিচ্যাটের উত্তরসূরি হওয়ার কথা ছিল হ্যাংআউটসের; পরবর্তীতে সেটির আর বাস্তবায়ন হয়নি। গুগল ব্যবহারকারীদের হ্যাংআউটস থেকে চ্যাটে নেয়ার প্রথম ইঙ্গিত দিয়েছিল ২০১৮ সালে। ২০২০ সালে সেবাটি ব্যবহারকারীদের জন্য ফ্রি করে দিয়েছে গুগল। কোনো ব্যবহারকারী যদি এখনো হ্যাংআউটস ব্যবহার করে থাকেন, তাহলে তার বিদ্যমান আলাপগুলোক সম্ভবত নিজ উদ্যোগে চ্যাটে সরিয়ে নেবে গুগল। এ ছাড়াও, নভেম্বরে ফিচারটি পুরোপুরি বন্ধ করার আগে ব্যবহারকারীকে টেকআউট সেবার মাধ্যমে হ্যাংআউটসের ডেটার একটি কপি ডাউনলোডের সুযোগ দেবে গুগল।