Naya Diganta

মাইকেল মধুসূদন দত্তের দু’টি ইংরেজি সনেট

ভবিতব্যতার প্রতি
কবিতা নম্বর : ২৮

হে ভবিতব্যতা, তোমার আকাশে যেই
চড়ে চিত্ত মম, কিভাবে সে সঙ্কুচিত
হয়ে যায় ভয়ে! হেরি আমি, অন্ধকার
আসিছে গ্রাসিতে ক্ষুব্ধ ঝটিকার প্রায়;
রুদ্র সে-ঝটিকা বিষাদ ও দুর্দশার!
যদ্যপি কল্পনা সুন্দর মূরতি ধরি’
নিভু নিভু তব দূর-রাজ্যে টানে মোরে,
কিন্তু-হায়, ফেলি হারাইয়া সেই জ্যোতি
গাঢ় কুজঝটিকায়, যেভাবে নাবিক ফেলে
হারাইয়া পথ, ঝটিকা অসুর সম
দেয় যেই হানা, ঢেউ তুলি মহার্ণবে;
হারাইয়া ফেলি সেভাবে তোমাকে আমি।
হে ভবিতব্যতা, তবুও কি ভয়ঙ্কর
দেখে যাই স্বপ্ন তোমাতেই অহরহ!
১৯ আগস্ট, ১৮৪২


শিরোনামহীন
কবিতা নম্বর ৫৩ :

রিচার্ড, এমনও দুঃখ আছে, করে যাহা অনুভব
খুবই কম লোকে; কাটি’ ফেলে অন্তরের অন্তঃস্থল,
এবং ইহার ক্লান্তিহীন হস্ত দ্বারা করি’ যায়
চুরি সব বসন্তের সুখ, আকাক্সক্ষা ও উচ্চাশার
অমূল্য ভাণ্ডার। কোনো বিদ্যা নাহি পারে প্রশমিতে
তীব্র এর অহঙ্কার-ব্যথা; এমনকি নাহি পারে
স্বস্তি দিতে কোনো দৈববাণী। ঈগলের ডানা সম
উড়িত যে চিন্তারাজি তীব্র বেগে অসীম আকাশে,
হারাইয়া ফেলে অকস্মাৎ শক্তি, উড়িবার; জমি’
যায় ধীরে ধীরে ঠাণ্ডা আর কি-বিমর্ষ ঔদাসীন্যে!
হর্ষ ও সঙ্গীতে পূর্ণ জীবনের নানা দৃশ্য হয়ে
যায় হঠাৎ উধাও; , খ্যাতি আর গৌরবের মিষ্টি
অভিলাষ নাহি জাগে আর; চিত্ত শুধু থাকে পড়ি’
জীবনসম্মুখে, নিস্তরঙ্গ এক সমুদ্রের প্রায়।
-১৮৪৯