Naya Diganta

জানালা খুলে বৃষ্টি দেখি


জানালা খুলে বৃষ্টি দেখি
বাইরে যাওয়া মানা আছে,
বৃষ্টি আমার কত প্রিয়
তোমার তো মা জানা আছে?

সারাটা দিন ব্যস্ত পড়ায়
বলতে পারো খেলবো কখন?
বৃষ্টি ভেজা পাখির মতো
দু’টি ডানা মেলবো কখন?

হাঁসের ছানা সাঁতার কেটে
করছে খেলা নিজে নিজে,
ফুলের কুঁড়ি ঘ্রাণ ছড়াচ্ছে
বৃষ্টি জলে ভিজে ভিজে।

নেই রুটিনে খেলা আমার
নেই রুটিনে ছুটি মাগো,
খেলবো কোথায় নেই খেলার মাঠ
কি করেছি ত্রুটি মাগো?