Naya Diganta

ছোট্ট একটা নদী


ছোট্ট একটা নদী
বিশাল হবে তোমার হৃদয়
বলতে পারো যদি।

কোন সে নদীর বাঁকে
ছোট্ট সোনা ঝাউপাতা বন
রঙ তুলিতে আঁকে।

নদীর সাথেই কথা
বলো কেন এমন করে
শুধুই নীরবতা।

দাও না কেন হাসি
বলছে স্রোতে জোয়ারভাটায়
ফিরে কি আর আসি?

ছোট্ট একটা নদী
তোমার মতোই শান্ত হবে
বইবে নিরবধি।