Naya Diganta

নিউইয়র্কে কুরআন একাডেমির কালচারাল সপ্তাহ’র পুরস্কার বিতরণী

নিউইয়র্কে কুরআন একাডেমির কালচারাল সপ্তাহ’র পুরস্কার বিতরণী।

নিউইয়র্কে কুরআন একাডেমির কালচারাল সপ্তাহ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সংস্কৃতি তথা তাহযীব-তামাদ্দুনকে সমুন্নত রাখতে নিউইয়র্কের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ ‘কুরআন একাডেমী ফর ইয়াং স্কলারস বিএমএমসিসি’ আয়োজন করে কালচারাল সপ্তাহ-২০২২। এতে হিফজ ও আলিম বিভাগের শিক্ষার্থীদের মাঝে হিফজুল কুরআন, নাশীদ, বানানরীতি, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ের ওপর বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

স্থানীয় সময় সোমবার (২৭ জুন ) সকাল ৮টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে তাদের জন্য পুরস্কার হিসেবে বিভিন্ন ধরণের ট্রফি প্রদান করা হয়।

সাখাওয়াত সাইমুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শায়খ আহমদ আবু উবায়দা, ইমাম আবূসামীহাহ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, মাওলানা রশীদ আহমাদ ,শায়খ ইব্রাহীম ক্বমার, মাওলানা বুরহান উদ্দীন, হাফেজ মিজানুর রহমান, হাফেজ আলী আকবর প্রমুখ।