Naya Diganta

যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধে ধস

যমুনার বাম তীর সংরক্ষণ বাঁধে ধস

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের বাঁধের প্রায় ২০ মিটার অংশ ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে বসতভিটাসহ নানা স্থাপনা। উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তর পাড়ায় এ ধস দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই পিংনা উত্তর পাড়া ছকমান ওরফে ছক্কার বাড়ি সংলগ্ন যমুনা নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। যার ফলে আমরা খুবই আতঙ্কে রয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অঘটনা ঘটতে পারে। বাঁধে ভাঙন শুরু হলে হুমকির মুখে পড়বে তারাকান্দি-ভূঁয়াপুর মহাসড়ক।

পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা: নজরুল ইসলাম জানান, বিষয়টি তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।