Naya Diganta

কোন ব্যাঙের চামড়ার ভেতর দিয়ে শরীরের সব অঙ্গ দেখা যায়


জানো, জীববিজ্ঞানে ব্যাঙ ‘টেম্পোরারিয়া’ নামে পরিচিত। ২৫ হাজারেরও বেশি শ্রেণীর ব্যাঙ এ পৃথিবীতে আছে। ব্যাঙের অঙ্গপ্রত্যঙ্গগুলো শক্ত, তবে চামড়া বেশ মসৃণ হয়। ‘কাচতুল্য’ নামে এক ধরনের ব্যাঙ আছে যাদের চামড়া এতটাই পাতলা যে, চামড়ার ভেতর দিয়ে শরীরের অন্যান্য অংশ দেখা যায়। ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্য সব দেশেই এ ব্যাঙ দেখা যায়, তবে মধ্য ও দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। এরা সেন্ট্রলোনডি গোষ্ঠীভুক্ত। এদের স্বচ্ছ চামড়ার ভেতর দিয়ে শরীরের হাড়, শিরা, ধমনী ও ধমনীর ভেতর দিয়ে প্রবাহিত রক্তও দেখা যায় পরিষ্কারভাবে। এ শ্রেণীর ব্যাঙ সাধারণত গাছে বাস করে। এদের মধ্যে আফ্রিকার র্যাকোফোরাইডি এবং এশিয়ার হাইলিডিংÑ এ দু’শ্রেণীর কাচতুল্য ব্যাঙ গাছে বেশি দেখা যায়। এ ব্যাঙগুলোর পা প্যাডযুক্ত, চ্যাপ্টা হওয়ার কারণে সহজেই এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলতে পারে। শত্রুর চোখ আড়াল করার জন্য এরা শরীরের রঙ বদলায়।