Naya Diganta

পদ্মা সেতু : পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনা ও শাহবাজ শরিফ

পদ্মা সেতু প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শেখ হাসিনাকে উদ্দেশ করে লেখা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। শুভেচ্ছাবার্তাটি শুক্রবার (২৪ জুন) ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে বলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে শুভেচ্ছাবার্তায় শাহবাজ শরিফ আরো বলেন, ‘এটি বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির একটি পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনার দৃঢ় সংকল্পেরও প্রমাণ।’

তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। এ উপলক্ষে সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। পরদিন রোববার সকাল ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে এ সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।