Naya Diganta

সাইফউদ্দিনের উইন্ডিজ সফর শেষ

মোহাম্মদ সাইফউদ্দিন

ছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। দেখার বিষয় ছিল তার ফিটনেস। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রায় ৮ মাস পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন সাইফউদ্দিন। কিন্তু পিঠের পুরোনো ব্যথায় তা আর সম্ভব হলো না। বোলিং করার সময় পিঠে ব্যথা অনুভব করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য সাইফউদ্দিনকে আনফিট ঘোষণা করে বিসিবির মেডিক্যাল টিম।

এক বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানান, আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। ফলে সে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করবে। এখন তিনি কাজ করবেন ফিটনেস নিয়ে।’

সবশেষ গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে পিঠের চোটে ছিটকে যান সাইফউদ্দিন। যে কারণে খেলতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। চলতি বছর হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরে ১৪ ম্যাচে ২২ উইকেটের সাথে ২৭০ রান করে নিজের ফেরার বার্তা দেন তিনি।