Naya Diganta

৬ গোলের ম্যাচে শেষ হাসি আবাহনীর

৬ গোলের ম্যাচে শেষ হাসি আবাহনীর

চির প্রতিদ্বন্দ্বী। মাঠে ও মাঠের বাইরে এখন তেমন ঝাঝ না থাকলেও আবাহনী ও মোহামেডানের ম্যাচ তারপরও থাকে আলোচনায়। বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি হয়েছিল দুই দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শেষ হাসি আবাহনীর। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে আকাশী-নীল জার্সিধারিরা জিতেছে ৪-২ গোলে।

এই জয়ে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে একটু চাপে রাখল আবাহনী। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান।

ম্যাচের ৮ মিনিটেই কলিনদ্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী। নাইম ফয়সালের পাস ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন দোরিয়েলতন গোমেজ রদ্রিগেজ। দুই মিনিট পর দরির গোলে ব্যবধান দ্বিগুণ হয় আবাহনীর।

১৮ মিনিটে সোলেমান দিয়াবাতের গোলে ম্যাচে ২-১ ব্যবধানে নামিয়ে আনে মোহামেডান। ৪০ মিনিটে চোট পাওয়া আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর বদলি হিসেবে নামেন ইমন মাহমুদ। তিন মিনিট পরই গোল পান তিনি। কলিনদ্রেসের শট সুজন ফিস্ট করার পর বক্সে পেয়ে ফিরতি শটে জাল কাঁপান মিডফিল্ডার ইমন।

প্রথমার্ধেই অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-২ করেন মোহামেডানের শাহরিয়ার ইমন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কলিনদ্রেসের কর্নারে দোরিয়েলতন ব্যাক হেডে ব্যবধান ফের বাড়ান।

৮০ মিনিটে আলমগীরকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার রেজাউল ইসলাম। ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে শাহেদ হোসেন জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। সহকারী রেফারির সিদ্ধান্ত নিয়ে মোহামেডানের খেলোয়াড়রা আবেদন জানালেও মেলেনি সাড়া।

দিনের অন্য ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।