Naya Diganta
জানা অজানা

লাই ডিটেক্টর

জানা অজানা
লাই ডিটেক্টর

ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের যন্ত্র সম্পর্কে জানো, তাই না? হয়তো লাই ডিটেক্টর সম্পর্কেও তোমাদের ধারণা আছে। এ যন্ত্র দিয়ে কী করা হয়? মিথ্যা কথা বলা ধরা হয়। কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে এ যন্ত্রের সাহায্য তা ধরা যায়। মিথ্যা কথা বললে মানুষের শরীরে বিশেষ ধরনের শারীরিক বৈশিষ্ট্য দেখা দেয়, যা লাই ডিটেক্টরে ধরা পড়ে।
এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।