Naya Diganta
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

ভা র তী য় লো ক কা হি নী

(গত দিনের পর)

প্রাসাদ প্রাচীরের কোণে এক উঁচু বৃক্ষ। বৃক্ষের গোড়ায় উইয়ের ঢিবি। ঢিবির পাশে একটি গর্ত। ইঁদুরের গর্ত হবে হয়তো। নাগপুত্র ইঁদুরের গর্তে প্রবেশ করে। এরপর গর্তের ভিতর ক্লান্ত দেহটাকে মেলে দিয়ে টান টান হয়ে শুয়ে থাকে সে। সবে মাত্র চোখে ঘুম ঘুম ভাব নেমে এসেছে। এমন সময় গর্তের বাইরে বিড়ালের ডাকের শব্দ শুনতে পায়। মিঁউ মিঁউ মিঁয়াই। সজাগ হয় সাপ। এ যে চেনা বিড়ালের কণ্ঠ। নিশ্চয় মনিব সওদাগর পুত্রের বিড়াল এটি। ইঁদুরের গর্তের চিহ্ন দেখতে পেয়ে হয়তো ঘুর ঘুর করছে সে। ভাবছে, গর্তে ইঁদুর লুকিয়ে আছে।
সাপটি যখন গর্তের মুখের কাছে এসে মাথা বের করে, বিড়ালও চিনতে পারে সাপটিকে। এ যে আমার মনিবের সেই সাপ। যাকে নিয়ে আমাদের মনিব ঝর্ণার জলে ডুব দিয়েছিল। মুহূর্তের মধ্যেই বিড়াল ও সাপের ভাবের আদান প্রদান হয়ে যায়। তাদের মধ্যে কথা হয়। আজ মধ্যরাতে বিড়াল, কুকুর ও সাপ একসাথে পরামর্শে বসবে।
(চলবে)