Naya Diganta

আমার আব্বু আমার শক্তি

আমার আব্বু আমার শক্তি

‘আব্বু’ শব্দটি পরিমাপ করার মতো শক্তিশালী কোনো পরিমাপক যন্ত্র এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। বাবা হচ্ছেন পৃথিবীতে সব কিছুর একমাত্র সমাধান। ছোটবেলা থেকে একটু একটু করে বড় করে তোলা, হাতে হাত রেখে চলতে শেখানো (হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখানো), কোনো ভাবনা ছাড়াই আয়ের সবটুকু সন্তানের জন্য ব্যয় করা, শত ঝড়-ঝঞ্ঝা থেকে সুরক্ষা দেয়া- এভাবেই বাবা সবকিছুর একমাত্র সমাধানকর্তা। পৃথিবীতে একমাত্র বাবা-মা সন্তানের জন্য সবকিছু করেন নিঃস্বার্থভাবে। সন্তান যতই ভুল করুক না কেন, তারা সবসময় পাশে থাকেন এবং যেকোনো অবস্থাতেই সন্তানের সফলতা কামনা করেন। আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি, আমার আব্বু আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারব। আমার আব্বু আমার শক্তি। আব্বুর স্বপ্ন ছিল আমি যেন বিদেশে পড়তে যাই এবং জীবনে ভালো কিছু করতে পারি। যখন আমি ঢাকাতে ডিপ্লোমা ফার্মাসি দ্বিতীয় বর্ষে পড়ি, তখন আব্বু বলত- ভালো করে মনোযোগ দিয়ে পড়ার পাশাপাশি বিদেশে কিভাবে পড়তে যাওয়া যায় সেই প্রস্তুতি নিতে। তৃতীয় বর্ষে গিয়ে আমার খুব চিন্তা হতো যে, পারব কি না। কারণ আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল সব কিছু। তৃতীয় বর্ষে পড়ার সময় যখন বাসায় গিয়েছিলাম তখন আব্বু আমাকে দিনাজপুরে নিয়ে গিয়ে পাসপোর্ট করার কাজ শুরু করেছিলেন। ২০১৪ সালের অক্টোবরে আমার ডিপ্লোমার রেজাল্ট প্রকাশিত হলে আব্বু খুব খুশি হয়েছিলেন।
তখন আব্বু আমাকে যত দ্রুত সম্ভব বিদেশে পড়তে যাওয়ার প্রসেস করতে বললেন। আমিও খুব চেষ্টা করছিলাম। আর ঠিক তখনই আমার জন্ডিস হলো। অনেক কাজ ফেলে আমাকে ঠাকুরগাঁও চলে যেতে হলো। তখন আব্বু ফার্মাসি কাউন্সিলে গিয়ে সার্টিফিকেটগুলো সংগ্রহ করেন আর তারপর চায়না ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করেন। ১০ ডিসেম্বর চায়না ফার্মাসিউটিক্যালস থেকে সেপ্টেম্বর-২০১৫ সেশনে পড়ার জন্য অ্যাকসেপটেন্স লেটার পাঠায় । আব্বু, তোমার ভালোবাসা আর দোয়া যদি আমাকে ঘিরে রাখে তাহলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। তুমি আমার শক্তি, তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু জয় করতে পারব, আব্বু! আল্লøাহর কাছে প্রার্থনা, আল্লøাহ যেন আব্বুকে হায়াতে তাইয়িবা দান করেন, সবসময় সুস্থ রাখেন।