Naya Diganta
ভা র তী য় লো ক কা হি নী

শ্রী আংটি

ভা র তী য় লো ক কা হি নী

(গত দিনের পর)

বিশ্বাস করে তার কাছে কখনো কোনো আমানত গচ্ছিত রেখো না। নারীরা ভালোবাসার পাত্রী, আমানত রাখার পাত্রী নয়।
তুমি যে ভুল করেছ, জানি না তা শুধরাতে পারব কিনা। তবে আমি সাধ্যমতো চেষ্টা করব। এতে আমার প্রাণেরও সংশয় হতে পারে। তবুও তোমার রূপের কন্যা ও শ্রী আংটিকে আমি ফিরিয়ে আনবই। তুমি নিশ্চিন্তে ফিরে যাও। আমি চললাম শ্রী আংটির খোঁজে। যদি বেঁচে থাকি, তোমার শ্রী আংটি তুমি ফেরত পাবে। বিদায় বন্ধু, বিদায়।
ঝর্ণার জলের ওপর দিয়ে তীরের বেগে ছুটে চলছে নাগপুত্র। তার পিতা নাগরাজ ইন্দ্রাশার হাতের শ্রী আংটি। সেই আংটি আজ কোথায়? জলের কম্পনের সুর ধরে সে ছুটে চলছে সেই দিকে, যেদিকে গেলে শ্রী আংটির দেখা মেলবে। মুহূর্তের মধ্যেই নাগপুত্র জেনে গেছে তার বাবার শ্রী আংটি কোথায় রয়েছে। সরিসৃপ প্রাণীদের এই একটা গুণ।
(চলবে)