Naya Diganta

এবার এক ভোট পেলেন তিনি!

এবার এক ভোট পেলেন তিনি!

নির্বাচনে মাত্র এক ভোট পেয়ে কর্মী-সমর্থকদের হতাশ করেছেন মোখলেছুর রহমান। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। গত বুধবার অনুষ্ঠিত গুজরাটের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করে তিনি মাত্র এক ভোট পেয়েছেন। এতে তার কর্মী-সমর্থকরা একেবারে হতাশ ও অবাক হয়েছেন।

গত বুধবার সন্ধ্যায় ইছাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম। ওই ফলাফলে বর্তমান ইউপি সদস্য মোখলেছুর রহমান এক ভোট পেয়েছেন বলে জানা যায়।

পাঁচজন প্রার্থী ওই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৬২ ভোট পেয়ে মোরগ প্রতীক নিয়ে কোহিনুর ইসলাম নির্বাচিত হন। ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা এক হাজার ৪৯৪ জন। বুধবার সন্ধ্যার পর মোখলেসুর রহমানের মুঠোফোনে কল দিয়ে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার একজন কর্মী জানান, মোখলেছুর রহমান মূলত নির্বাচনটি ছেড়ে দিয়েছিলেন।

এলাকাবাসী জানান, তিনি ২০১৭ সালে বিজয়ী হওয়ায় তাকে টাকার মালা গলায় দিয়ে ওই গ্রামজুড়ে ঘুরিয়ে ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, মোখলেছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রত্যাহারপত্র জমা দেননি।