Naya Diganta

আমি অদম্য, আমি দুর্দমনীয়

রাজ্জাক

ভোঁ-দৌড় দিলেন, দুই হাতের তর্জনি উঁচিয়ে। মুখে বিস্তৃত হাসি। ক্ষিপ্রতা নেই, শুধুই উল্লাস! খানিকটা বাদেই বাঁধা পড়লেন কারো আলিঙ্গনে, অতঃপর আরো একজন। এভাবেই পুরো দলটা উত্তাল তাকে ঘিরে। এভাবে, একবার- দুবার নয়; এমন উল্লাসে মেতেছেন/মাতিয়েছেন অসংখ্যবার। উপলক্ষ এনে মধ্যমনি হয়েছেন, হাসিটাও হেসেছেন কত শতবার!

সময়ের স্রোতে ভেসে আজ লাল-লাল-সবুজের জার্সি থেকে বহু দূরে, তবে থামেননি খেলে চলেছেন আপনমনে। ক্লান্ত হন না, মনোবল হারান না। প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে। বয়সটা তার কাছে নিছকই সংখ্যা মাত্র। বুড়ো হাড়ের আপাদমস্তক তরুণ তিনি। আর কন্ঠে সুর–

'আমাকে দমিতে এসো না,
আমি অদম্য, আমি দুর্দমনীয়।
আমি নির্বিশঙ্ক বজ্র কঠিন হিমাদ্রী,
আমি দুরন্ত বিহগ, দুর্বার, দুর্ভেদ্য প্রাচী!'

– শুভ জন্মদিন রাজ্জাক!
শুভ জন্মদিন লালা