Naya Diganta
জানা অজানা

কস্তুরী

জানা অজানা
কস্তুরী

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো কস্তুরী সম্পর্কে শুনে থাকবে। বিশেষ জাতের পুরুষ হরিণের তলপেটের থলেতে এ কস্তুরী জন্মে। এটি সুগন্ধি এবং খুবই মূল্যবান। যে হরিণ থেকে কস্তুরী পাওয়া যায়, তাকে বলে কস্তুরী মৃগ। সাধারণত পাহাড়ি এলাকার হরিণের মধ্যে কস্তুরী পাওয়া যায়। ধারণা করা হয়, হিমালয় এলাকার হরিণের মধ্যেই এটি সবচেয়ে বেশি পাওয়া যায়। কস্তুরীর অপর নাম মৃগনাভী। এটি দিয়ে মূল্যবান ওষুধ তৈরি করা হয়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান