Naya Diganta

করোনায় আক্রান্ত ৩ লাখ ৩০ হাজার, মৃত ৫৫৮

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো তিন লাখ ২৯ হাজার ৯৪৬ জন। মারা গেছেন ৫৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি পাঁচ লাখ ৭১ হাজার ৫২১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩১ হাজার ৫১২ জনে। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫১ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ৬২৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭০৩ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩২ লাখ ৩২ হাজার চারজন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৭১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৮৬৫ জন। ছয় লাখ ৬৮ হাজার ১৭৭ জন মারা গেছেন।