Naya Diganta

ইনস্টাগ্রামের নতুন ফিচার

ইনস্টাগ্রামের নতুন ফিচার

নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এখন থেকে অ্যাপ ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইল গ্রিডের একদম শীর্ষে তিনটি পোস্ট, ছবি কিংবা রিলস পিন করে রাখতে পারবে। সম্প্রতি এ ফিচার চালুর ঘোষণা দেয় মেটা নিয়ন্ত্রিত ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপটি। প্রোফাইলে নিজেকে আরো বেশি মেলে ধরার ক্ষেত্রে ক্রিয়েটরদের সুবিধা দেবে নতুন এ ফিচার। গত এপ্রিলে ফিচারটি পর্যবেক্ষণ ও পরীক্ষণের বিষয়ে নিশ্চিত করেছিল ইনস্টাগ্রাম। গতকাল থেকেই বিশ্বজুড়ে ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
একটি পোস্ট পিন করতে হলে ব্যবহারকারীকে নির্দিষ্ট পোস্ট, ছবি কিংবা রিলটি বাছাই করে উপরের ডান কোণায় থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এরপর পিন টু ইউর প্রোফাইল অপশনটি সিলেক্ট করলেই পোস্টটি ব্যবহারকারীর প্রোফাইল গ্রিডের শীর্ষে দেখা যাবে।