Naya Diganta

যুবলীগ হবে সন্ত্রাস মাদক চাঁদাবাজিমুক্ত সংগঠন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আগামী দিনে যুবলীগ হবে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি সংগঠন। আগামী নির্বাচনে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, আমার বাবা আহসান উল্লাহ মাস্টার সারাজীবন মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। তার আদর্শে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সব নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে যুবলীগ কাজ করবে।

শনিবার বিকেলে নগরীর রাজবাড়ি মাঠে আহসান উল্লাহ মাস্টারের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মহানগর যুবলীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো: আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আতাউল্লাহ মণ্ডল, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সরকার রিপন, এবিএম নাসির উদ্দিন নাসির, মহিউদ্দিন মহি, শ্রমিকলীগ নেতা জাহিদ আল মামুন, আব্দুল মজিদ বিএসসি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, যুবলীগ নেতা আলমগীর হোসেন, কাইয়ুম সরকার, দেলোয়ার হোসেন বাদল, ওসমান গনি কাজল, ইকবাল হোসেন মাস্টার, কামাল হোসেন আজাদ, দেলোয়ার হোসেন দেলু, রাজিবুল হাসান রাজিব, মহিলালীগ নেত্রী সেলিনা ইউনুস, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন হেলাল, যুব মহিলালীগ নেত্রী রুহুননেছা রুনা, ছাত্রলীগ নেতা মসিউর রহমান সরকার বাবু প্রমুখ।

অনুষ্ঠানে মহানগর যুবলীগের বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।