Naya Diganta

আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় সমবায় আর্থিক প্রতিষ্ঠান আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সোসাইটির অস্থায়ী কার্যালয় আইসিএল গার্ডেন সিটি, পূর্ব বাড্ডায় অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সভাপতি মো: এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়, আমানত-বিনিয়োগ সমন্বয় এবং সমবায় অধিদফতর কর্তৃক গঠিত অডিট কমিটির ‘অডিট প্রতিবেদন’ পর্যালোচনার পর সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। তাছাড়া আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সভায় সোসাইটির পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় ব্যাবস্থাপনা কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আবুল হাশেম, হাজী নজির হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হাই দুলাল, গোলাম নবী, মোহাম্মদ আলী, নিপা আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।