Naya Diganta

নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় একটি গির্জায় খাবার বিতরণের সময় ভিড়ে পদদলিত হয়ে অন্তত ৩১ জন মারা গেছেন। এতে আহত হন আরো সাতজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরের গির্জায়। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আলজাজিরা।
তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার খেতে আসেন শতাধিক মানুষ। এ সময় প্রচণ্ড ভিড়ে একটি গেট ভেঙে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সিএনএনের খবরে বলা হয়েছে, হতাহতের বেশির ভাগই শিশু।
দুর্ঘটনায় আহতদের হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।