Naya Diganta

সাঁতারে চ্যাম্পিয়ন কুষ্টিয়া

সাঁতারে চ্যাম্পিয়ন কুষ্টিয়ার মিম খাতুন

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম সুলতানা কামাল আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতায় ১৫টি ইভেন্টের মধ্যে সাতটি স্বর্ণ, দু’টি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছে কুষ্টিয়া। এর মধ্যে ১৩-১৪ বছর গ্রুপে মিম খাতুন ও ১১-১২ বছর গ্রুপে সাগরিকা তিনটি করে স্বর্ণপদক জেতেন। এ ছাড়া এই জেলার নীলা ৮-১০ গ্রুপে স্বর্ণ জেতেন। চারটি করে স্বর্ণ ও রুপা এবং একটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে মুন্সীগঞ্জ।
চ্যাম্পিয়ন সাঁতারু মিম খাতুন বলেন, ‘আমাদের সাঁতার শেখার জায়গা নেই। পুকুরে সাঁতার কাটতে হয়। পরে মিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আমলা হাইস্কুলের ভেতরে সুইমিংপুলে ব্যবস্থা করে দিয়েছেন। ভবিষ্যতে আমি শিলা খাতুন আপুর (সাউথ এশিয়ান গেমসে দু’টি স্বর্ণজয়ী সাঁতারু) মতো স্বর্ণ জিততে চাই।’