Naya Diganta

বাঁওড়ে অসংখ্য মাছের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউপির সুবিশাল মাঝদিয়া বাঁওড়ে রহস্যময়ভাবে মরে ভেসে উঠছে বহু ছোট-বড় মাছ। নিশ্চিত হওয়া যাচ্ছে না এর কারণ নিয়ে। একটি সহযোগী দৈনিকের খবরে এটা জানা যায়। এ দিকে জানা গেছে, উদ্ভূত সমস্যার নানা কারণ উল্লেখ করা হচ্ছে। যেমন- বিষক্রিয়া, প্রচণ্ড গরম, ঝড়ের উত্তালতা প্রভৃতি। তবে অতীতে এখানে এভাবে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেনি। মৎস্য বিভাগ বলছে, পানিতে অক্সিজেনের অভাব হওয়ার কথা। অবশ্য বাঁওড়ের পানি পরীক্ষা করা হলেই নিশ্চিত হওয়া যায়।
মাছ মারা যাওয়ার কারণ অজ্ঞাতই থেকে গেছে। অনেকেই এর কারণ ‘অজানা’ বলেছেন। ঝড়ের পর গত ২১ ও ২২ মে বাঁওড়ের সবরকম মাছ মরে ভেসে ওঠে। কর্তৃপক্ষ জানায়, কালীগঞ্জে সাড়ে ৪০০ একর আয়তনের এই বাঁওড়ের ওপর অর্ধসহস্রাধিক মৎস্যজীবী পরিবার জীবিকার জন্য নির্ভরশীল। তারা এক হয়ে এখানে মাছ চাষ করে সংসার চালাচ্ছে। হঠাৎ মাছের মড়কে তাদের পথে বসার অবস্থা। তিন হাজার কেজির বেশি ওজন হবে মরা মাছগুলোর। এ খবর পেয়ে স্থানীয় এমপি, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান প্রমুখ ছুটে যান ঘটনাস্থলে। একজন জেলে জানান, ‘২১ মে সকালে এখানে প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায়। এর পরই বাঁওড়ের কিনারে দেখা যায়, বহু মাছ মরে ভেসে উঠছে। ক্রমেই মৃত মাছ বাড়তে থাকে। এলাকার মানুষজন এ মাছ ধরে নিতে শুরু করে দেয়। পর দিনও অনেক মাছ মরে ভেসে ওঠে।’ এলাকাবাসীর কথা, এ যাবৎ বৈরী আবহাওয়াতেও এটা কখনো হতে দেখা যায়নি। তাই বিষয়টা সবার কাছেই রহস্যপূর্ণ। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বলেন, ‘যেভাবে এখানে মাছ মরেছে, তা অবর্ণনীয়। এগুলোর মধ্যে পাঁচ কেজি থেকে সাত কেজি ওজনের মাছও রয়েছে। এ ঘটনায় কোনো ষড়যন্ত্র আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে।’ স্থানীয় সবাই জানান, ভোরে প্রবল ঝড়ে বাঁওড়ের পানি গরম হয়ে উপরের দিকে উঠে যায়। ফলে মাছ কাদায় ঢুকে প্রাণ হারাতে পারে। আবার পানির প্রচণ্ড ধাক্কাও এর কারণ হওয়া বিচিত্র নয়।’
অবশ্য অভিজ্ঞ মহলের অভিমত, ‘বিরাট বাঁওড়ে বিষক্রিয়া হবে কম। আর গরমে মাছ মারা যাওয়ার বক্তব্য হাস্যকর। পরীক্ষা-নিরীক্ষার পরই সঠিক কারণ জানা যাবে।’ অন্য দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, ‘খবর পেয়ে তৎক্ষণাৎ বাঁওড় পরিদর্শন করেছি। প্রাথমিক ধারণা হচ্ছে, অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে।’
আশা করা যায়, অবিলম্বে এর প্রকৃত কারণ বের করতে ত্রুটি করা হবে না। অন্যথায়, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।