Naya Diganta

যশোরে ৬টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে তালা

যশোরে ৬টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে তালা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

যশোরে ছয়টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিব রাসেলের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন না থাকায় যশোর শহরের পিস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নূরুল ইসলাম ডায়াগনস্টিক সেন্টার, রোটারি হেলথ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সিএমসি ডায়াগনস্টিক সেন্টার ও সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার রেহেনেওয়াজ বলেন, ডেপুটি সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ছয়টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।

ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিব রাসেল বলেন, ‘যশোরের ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এরমধ্যে ছয়টি প্রতিষ্ঠান কাগজপত্র দেখাতে পারেনি। সেই কারণে যতদিন পর্যন্ত তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারবে ততদিন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, যশোর জেলায় ২৯১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যে ১১০টি রয়েছে ডায়াগনস্টিক সেন্টার।