Naya Diganta

চিলির নতুন কোচ আর্জেন্টাইন বেরিজ্জো

চিলির নতুন কোচ আর্জেন্টাইন বেরিজ্জো

আগামী নভেম্বরে মধ্যেপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে জমকালো ও আকর্ষণীয় ইভেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবলের ২২তম এই বিশ্ব আসরে টিকিট কাটতে পারেনি চিলি। বাছাইপর্বে ব্যর্থতার জেরে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান উরুগুয়ের মার্টিন লাসার্তে।

এবার মার্টিনের স্থলাভিষিক্তে আর্জেন্টাইন এডুয়ার্ডো বেরিজ্জোকে দায়িত্বে বসাল চিলিয়ানরা। টুইট বার্তায় বেরিজ্জোর কোচ হওয়ার কথা জানায় চিলির ফুটবল ফেডারেশন।

এ প্রসঙ্গে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পাবলো মিলার এক টুইটার বার্তায় বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই কোচ পেয়ে গেছি। তিনি হলেন এডুয়ার্ডো বেরিজ্জো। যার আন্তর্জাতিক অঙ্গনে বিশাল অভিজ্ঞতা রয়েছে। আমাদের দল সম্পর্কেও সে ভালই অবগত।’

২০০৭ সালে চিলির তখনকার কোচ মার্সেলো বিয়েসলার সহযোগী হিসেবে কোচিং জগতে পা রাখেন ৫২ বছর বয়সী বেরিজ্জো। খেলোয়াড়ী জীবন শেষে সেটাই ছিল কোচিং পেশায় তার প্রথম কাজ। সাবেক এই সেন্টার-ব্যাক আর্জেন্টিনার হয়ে ১৩টি আন্তর্জাতি ম্যাচ খেলেছেন। কোপা আমেরিকায় তিনি দু’বার দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

সূত্র : বাসস