Naya Diganta

চট্টগ্রাম ফোরাম উত্তরা ঢাকার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গতকাল শুক্রবার সকালে উওরাস্থ সী-সেল রেস্টুরেন্টে চট্টগ্রাম ফোরাম, উত্তরা ঢাকার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ফোরামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো: নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: ফারুকের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক নির্বাচন কমিশনার এম এম মুনসেফ আলী, উপদেষ্টা সালাউদ্দীন গাজী উপদেষ্টা নেত্রসেন বড়ুয়া, উপদেষ্টা মো: নাসির ও এ কে এম সরওয়ার্দী চৌধুরী প্রমুখ। প্রধান উপদেষ্টা মুনসেফ আলী বলেন, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে গর্বিত যে চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা হিসেবে আপনারা আমাকে সম্মানিত করেছেন। আমি ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমি আপনাদের সাথে আছি, থাকব যেকোনো বিষয়ে আমাকে পাশে পাবেন। অন্য বক্তারা বর্তমান কমিটির কর্মকাণ্ড তুলে ধরে প্রশংসা করেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় ২০২১-২০২২ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয় এবং ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রকাশ করে সভাপতির বক্তব্যে নুরুল আলম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আত্ততাধীন সমগ্র এলাকায় বসবাসরত চট্টগ্রামবাসীকে নিয়ে একটি সুশৃঙ্খল, সার্বজনীন, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে ফোরামকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। মধ্যাহ্নহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। বিজ্ঞপ্তি।