Naya Diganta

কাল থেকে জবি শিক্ষার্থীদের চক্রাকার বাস সার্ভিস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থে কেনা দ্বিতল বাসের মাধ্যমে এই সার্ভিস দেয়া হবে।
প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাসটি। বাংলা নিউজ। গত বৃহস্পতিবার জবির পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে রোববার থেকে জবির নিজস্ব অর্থে কেনা দ্বিতল বাসটি বেলা দেড়টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে আবারো ক্যাম্পাসে ফিরে আসবে।