Naya Diganta

উখিয়ায় আগুনে পুড়েছে দোকান অক্ষত কুরআন

উখিয়ায় আগুনে পুড়েছে দোকান অক্ষত কুরআন

থেমে নেই অগ্নিকাণ্ড ও সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে প্রাণহানি। গতকাল শুক্রবার ভোররাতে উখিয়ায় ফরেস্ট রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত সাতজন। স্থানীয় মোহামদ ইসমাইল বলেন, কিছুদিন পরপর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকলেও এখন একটু কমেছে। উখিয়া সদরে গত রাতের অগ্নিকাণ্ডে আটটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কুরআন শরিফ অক্ষত অবস্থায় রয়েছে। এটি হলো আল্লাহ পাকের কুদরত ও কুরআনের মোজেজা। উখিয়া ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এভাবে উখিয়ার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে বারবার ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন। এসব ঘটনায় অকালেই মানুষ প্রাণ ও সম্পদ হারাচ্ছে। গতরাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা নির্ণয় করা সম্ভব হয়নি।