Naya Diganta

কুয়াকাটায় সৈকতে সাঁতার কাটতে নেমে পর্যটক নিখোঁজ

কুয়াকাটায় সৈকতে সাঁতার কাটতে নেমে পর্যটক নিখোঁজ

কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময় ভাগ্নে ও শ্যালকসহ তারা সাতজন এক সাথে সাঁতার কাটতে নামেন।

শুক্রবার বেলা ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পূর্ব পাশে রাধা কৃষ্ণ মন্দিরের সামনে ফিরোজ সিকদার নামে ওই পর্যটক সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন।

ফিরোজ পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামের মিলন সিকদারের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।

জানা গেছে, ভাগ্নে ও শ্যালকসহ সাতজন সৈকতে সাঁতার কাটতে নামেন। একপর্যায় ফিরোজকে তারা না দেখে প্রথমে হোটেলে খুঁজতে যান। সেখানেও না পেয়ে সৈকতসহ বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে না পেয়ে বিকেল ৩টার দিকে ট্যুরিস্ট পুলিশকে জানান। কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

নিখোঁজ পর্যটকের বন্ধু মেহেদী জানান, তারা শুক্রবার সকালে কুয়াকাটা ভ্রমণে আসেন। এরপর একসাথে সাতজন সাঁতার কাটতে নামলে ফিরোজ নিখোঁজ হন। তার ধারণা ফিরোজ ভালো সাঁতার জানতেন না।

খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবরটি অনেক বিলম্বে তারা জানতে পারায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো: হাসনাইন পারভেজ জানান, নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে তারাও কাজ করছেন।