Naya Diganta

গণিত অ্যালামনাইয়ের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় অতিথিরা : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, সমাজের সব প্রায়োগিক ক্ষেত্রে গণিতের ভূমিকা অসাধারণ। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাইদের মধ্যে যোগসূত্র আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে সমাজের সব শ্রেণীর মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অ্যালামনাইরা এগিয়ে আসবেন বলে ভিসি আশাবাদ ব্যক্ত করেন।