Naya Diganta

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান

জাপান তার সামরিক সক্ষমতাকে ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। রয়টার্সের হাতে আসা অর্থনৈতিক নীতিসংক্রান্ত এক নথিতে জাপানের এই পরিকল্পনার কথা জানা গেছে। নথি অনুসারে, দেশটির কর্মকর্তারা উদ্বিগ্ন যে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পূর্ব এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন। সেখানেও তিনি জাপানের প্রতিরক্ষা বাজেট যথেষ্ট বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছেন। নথিটি মূলত জাপানের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপরেখা, যা প্রতি বছর হালনাগাদ করা হয়। তবে এতে সামরিক ব্যয় সম্পর্কে বিশদ বিবরণ নেই। প্রথমবারের মতো জাপান মনে করছে, পূর্ব এশিয়ায় একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে কঠোর করে তুলেছে।