Naya Diganta
জানা অজানা

মেঘ উঁচুতে জমে কেন

জানা অজানা
মেঘ উঁচুতে জমে কেন

ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই মেঘ চেনো, তাই না? মেঘ থেকে বৃষ্টি হয়, এটিও তোমাদের জানা। বলতে পারো, মেঘ কেন উঁচুতে জমে? নিচের বাতাস সাধারণত গরম। গরম বাতাসে মেঘ জমতে পারে না। ঠাণ্ডা বাতাসেই জলীয়বাষ্প জমে। ওপরের বাতাস ঠাণ্ডা। এ কারণেই উঁচুতে মেঘ জমে। মেঘের ইংরেজি মনে আছে কি? ঈষড়ঁফ. এবার ছবি দেখো।