Naya Diganta

মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন পাপন

মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন পাপন

হারের বৃত্তে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও একই ফলাফল। শুক্রবার দ্বিতীয় টেস্টে টিম টাইগার্সের হার ১০ উইকেটের ব্যবধানে। এদিকে, দলের মতো ব্যক্তিগত পারফরম্যান্সেও অনুজ্জ্বল মুমিনুল। টাইগার দলপতিকে নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর ওপর কী পরিমাণ মানসিক চাপ পড়ে, এটা একটু চিন্তা করে দেখেন। তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক।’

পাপন আরো বলেছেন, ‘আসলে সমস্যাটা কোথায় সেটা সবচেয়ে ভালো বলতে পারবে কোচিং স্টাফরা, প্লেয়াররা। টিম ম্যানেজম্যান্টকে যদি জিজ্ঞেস করেন; যারা ওদের সাথে থাকে তারা বলতে। আমরা যারা বাইরে বসে খেলা দেখি, তাদের পক্ষে সমস্যাটা কোথায় বলাটা কঠিন।’

তিনি আরো যোগ করেন, ‘বোলিংয়ে দুর্বলতা ছিল এটাতে কোনো সন্দেহ নেই। প্রথম টেস্টে আমাদের সুযোগটা নেয়া উচিত ছিল। ওরা কত সুন্দর, ডিসিপ্লিনড। ওদের এর চেয়ে ভালো পেস বোলার আছে। তাদের ছাড়াই কম অভিজ্ঞ দুজনের কাছে আমরা যেভাবে সবগুলো উইকেট দিয়ে এসেছি, এটা একটু আশ্চর্যের।’

পরাজয়ের পেছনে ব্যাটিং ধসের কথা উল্লেখ করে পাপন বলেছেন, ‘দুই ইনিংসে যদি ২৫ রানে পাঁচটা, তারপরে ২৩ রানে ৪টা উইকেট চলে যায় তখন তো ম্যাচটা হাতছাড়া হয়েই যায়। কতবার আর নিচের দিকে ও মাঝে যারা আছে আমাদের... মুশফিক-লিটন; ওরা করবে!’