Naya Diganta

পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

শুক্রবার পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা জারি

শুক্রবার পূর্ব তিমুরের উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। ভূমিকম্পে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্প পরবর্তী সুনামির। তাই জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

সুনামি পরামর্শদাতা গ্রুপ বলেছে, ভূমিকম্পটি ভারত মহাসাগর অঞ্চলকে প্রভাবিত করে একটি সুনামি তৈরি করতে সক্ষম হতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার মধ্যে বিভক্ত দ্বীপের পূর্বপ্রান্ত থেকে ৫১.৪ কিলোমিটার (৩২ মাইল) গভীরতায় আঘাত হানে।

ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং অ্যান্ড মিটিগেশন সিস্টেম (আইওটিডব্লিউএমএস) এই অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।

সূত্র : বাসস