Naya Diganta

পাকিস্তানে পেট্রলের দাম বাড়ল

পাকিস্তানে পেট্রলের দাম বাড়ল

পাকিস্তানে পেট্রলের দাম বাড়ানো হয়েছে। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বৃহস্পতিবার পেট্রল, ডিজেল, কোরোসিন তেল, ও হালকা ডিজেলের দাম ৩০ রুপি করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এসব পণ্যের ওপর ভর্তুকি হ্রাস করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আজ শুক্রবার থেকে কার্যকর হবে।

দাম বাড়ানোর ফলে প্রতি লিটার পেট্রলের দাম হবে ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.১৫ রুপি, কেরোসিন তেল ১৫৫.৫৬ রুপি, হালকা ডিজেল ১৪৮.৩১ রুপি।

পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, এর ফলে জনগণের ওপর কিছুটা বোঝা চাপবে। তবে দাম বেশ বাড়ানো সত্ত্বেও এসব পণ্যে সরকারি ক্ষতি অব্যাহত থাকবে।

জ্বালানির দাম বাড়ানোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিল।
সূত্র : জিও নিউজ