Naya Diganta

ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ‍্যালেন চেইনিকে (মরণোত্তর) অ‍্যাওয়ার্ড প্রদান

ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ‍্যালেন চেইনিকে (মরণোত্তর) অ‍্যাওয়ার্ড প্রদান

ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ‍্যালেন চেইনিকে (মরণোত্তর) ৫ম NAMI (Nirafat Anam Memorial Inclusion) অ‍্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, আনুষ্ঠানিকভাবে এ অ‍্যাওয়ার্ড প্রদান করেন। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডঃ মোঃ আবদুল করিম, লিন্ডসে অ‍্যালেন চেইনির পক্ষে এ অ‍্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডঃ দীপুমণি এমপি ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

Asian Center For Inclusive Education (ACIE) ঢাকা বিশ্ববিদ্যালয়ের Institute Of Education and Research-এর পরলোকগত সহকারী অধ্যাপক ডঃ নিরাফাত আনামের নামে বাংলাদেশের বিশেষায়িত জনগোষ্ঠীর উন্নয়নে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ‍্যাওয়ার্ড প্রদান করে থাকে।

বাংলাদেশের পিছিয়ে পড়া শিশুদের জীবন মানোন্নয়নে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ‍্যালেন চেইনি আমরণ নিবেদিত ছিলেন। ১৯৮৬ লিন্ডসে অ‍্যালেন চেইনি মৃত্যু বরণ করেন। NAMI অ‍্যাওয়ার্ড বিশেষায়িত জনগোষ্ঠীর শিশুদের উন্নয়নে চেইনির আদর্শকে সমুন্নত রাখার প্রয়াসে ইউসেপ বাংলাদেশের জন্য একটি অনন্য স্বীকৃতি।
প্রেস বিজ্ঞপ্তি