Naya Diganta

কাবুল ও মাজার-ই শরিফে বোমা হামলা : নিহত ১১

কাবুল ও মাজার-ই শরিফে বোমা হামলা : নিহত ১১, আহত ২৫

আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের চারটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন।

বুধবার কাবুল ও মাজার-ই-শরিফ এই বোমা হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাবুলে বুধবার রাতে মসজিদে বোমা বিস্ফোরণে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

তবে রাজধানী শহরের একটি হাসপাতালের টুইটে বলা হয়েছে, মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধারে মসজিদে ছুটে যায় কয়েকটি অ্যাম্বুলেন্স।

কাবুলে তালেবান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হজরত জাকারিয়া আ: মসজিদে এ বিস্ফোরণ হয়।

তিনি বলেন, মাগরিবের নামাজের জন্য লোকজন মসজিদে জড়ো হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে মিনিবাসগুলো হামলার শিকার হয় বলে জানিয়েছেন তালেবান নিযুক্ত প্রাদেশিক মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি।

তিনি বলেন, শহরের বিভিন্ন এলাকায় তিনটি মিনিবাসে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল।

আসিফ আরো জানান, বিস্ফোরণে নয় জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।