Naya Diganta

রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম শুরু

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) আওতায় রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে স্কুলের অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর পবার অভয়ের মোড় এলাকার খিরসিন মৌজায় রাজশাহী বিকেএসপির নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। পরে সচিব মেজবাহ উদ্দিন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করেন। যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ২৩ জনকে ৮ কোটি ৫৯ লাখ টাকার চেক প্রদান করা হয়।