Naya Diganta

বৃদ্ধাকে গলা কেটে হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে ৭০ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ওসর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় উপজেলার দারোরা ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল রানা, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন, নিহতের ছেলে নজরুল ইসলাম, সালাম হাজী, রহিম হাজি, জয়নাল আবেদীন, অলিউল্লাহ সুলতানি, আরব আলী, দেলোয়ার হাজি, আবদুল মালেক, ফিরোজ মিয়া, রুবেল মিয়া, মনির হোসেন, জাকির হোসেন, শেফালি আক্তার, শিল্পী আক্তার, মর্জিনা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বৃদ্ধা মমতাজকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার তিন মাস পার হলেও প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার বা হত্যার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। বরং কালক্ষেপণ করে এ মামলার প্রকৃত আসামিদের পালানোর সুযোগ করে দিয়েছে। আমরা এ মামলাটিকে দ্রুত ডিবি বা পিবিআইয়ের কাছে হস্তান্তরের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, এ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে জবানবন্দীতে যাদের নাম বলেছে তারা এখন পলাতক আছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ৯ মার্চ রাতে নামে বৃদ্ধা বেগমকে নিজ ঘরে হাত পা বেঁধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।