Naya Diganta

কমলনগরে ১৭ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

কমলনগর উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে প্রধান শিক্ষক নেই। এতে বিদ্যালয়গুলোর পাঠদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৭টি প্রাথমিক বিদ্যালয়েরই প্রধান শিকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপজেলার চরবসু পাটওয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হেলাল উদ্দিন বলেন, প্রায় তিন বছর আগে প্রধান শিক্ষক আবুল কাশেম স্বেচ্ছায় অবসরে গেছেন। এরপর থেকে প্রধান শিকের পদ শূন্য। প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ও প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে।
দক্ষিণ-পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান দুই বছর আগে অন্যত্র বদলি হয়ে যান। বাকি তিনজন সহকারী শিক্ষককে প্রশাসনিক কাজসহ প্রত্যহ পাঁচটি শ্রেণীর ক্লাস নিতে হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম বলেন, প্রধান শিকের পদ শূন্য থাকায় স্কুলগুলোর পাঠদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে।
শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়ার জন্য প্রধান শিকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি।